Thursday, February 4, 2016

পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের বিরুদ্ধে মামলা

দুপচাঁচিয়া উপেজলায় অন্তঃসত্বা পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ওই পুত্রবধূ দুপচাঁচিয়া থানায় মামলাটি দায়ের করেন। আর ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোহাগী পাড়া গ্রামে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পুত্রবধূর স্বামী আজমল হোসেন অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পার্শ্ববর্তী বেড়াগ্রাম বাজারে একটি গ্যারেজে যায়। এই সুযোগে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে শ্বশুর আব্দুর রাজ্জাক (৪৮) তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এলে আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় ৩ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুর আব্দুর রাজ্জাককে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

দুপচাঁচিয়া থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

No comments:

Post a Comment