Thursday, February 4, 2016

বেড়ানোর কথা বলে স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রি

রাজবাড়ী: বোনের বাসায় বেড়ানোর কথা বলে এনে গৃহবধূকে রাজবাড়ির গোয়ালন্দে যৌনপল্লীতে বিক্রির অভিযোগ উঠেছে আরিফ (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

যৌনপল্লীতে ৮ দিন অবরুদ্ধ থাকার পর শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করেছে। এসময় পল্লীর সর্দারনী সালমাকে (৪০) আটক করে পুলিশ।

উদ্ধার হওয়া গৃহবধূ জানান, তিনি যশোর নওয়াপাড়া আকিজ জুট মিলে কাজ করতেন। ওই জুট মিলের গেটের চায়ের দোকানদার খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের আরিফের (৩০) সঙ্গে প্রেমের সর্ম্পকের পর গত ২৫ জুলাই আরিফ তাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেন।

ওই নারী জানান, ১৩ আগস্ট আরিফ গোয়ালন্দের দৌলতদিয়া তার বোনের বাড়ি বেড়ানোর কথা বলে তাকে বাসে করে নিয়ে আসে। পরে দৌলতদিয়ার যৌনপল্লীতে তাকে ৪০ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান আরিফ। এর পর থেকে তাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা চালিয়ে আসছিল সালমা ও আঞ্জু।

তিনি জানান, পরবর্তীতে তার কাছে আসা এক ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনে বিষয়টি তার ভাইকে জানালে তিনি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার ও সর্দারনী সালমাকে আটক করে। বাড়িওয়ালী আঞ্জু পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি একেএম নাসির উল্যাহ জানান, আটক সালমাসহ তিন জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

No comments:

Post a Comment