মামলা সূত্রে জানা গেছে, ৯ বছর আগে উপজেলার পুনট্টি গ্রামের তেলিপাড়ার এক যুবতির সঙ্গে ওই উপজেলার রঘুনাথপুর গ্রামের আ. মান্নানের পুত্র নুর মোহাম্মদের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। দাম্পত্য জীবনের কলহের যবনিকা টানতে ওই গৃহবধূ ৪ বছর আগে চাকুরি করার জন্য ঢাকায় পাড়ি জমায়। এ সুযোগে তার স্বামী ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শ্যালিকার উপর কুদৃষ্টি দেয়। গত ২মে মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। সে ওই রাতেই মাদরাসাছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে গত ১৭ জুন সন্ধ্যায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ব্রেকিংনিউজকে জানান, ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment